Floor Area Ratio (FAR) কিভাবে বের করবেন ?
Floor Area Ratio (FAR) কিভাবে বের করবেন ?
এখুনি হিসাবটা শিখে নিন .আমরা যারা ইঞ্জিনিয়ারিং তাদের FAR জানা দরকার ।
ধরুন, আপনার 6 কাঠা জমি রয়েছে। ভেবে রেখেছেন 8-10 তলা উঁচু বাড়ি বানাবেন ।
কিন্তু আপনি জানেন কি ?
আপনি চাইলেও 6 কাঠা জমিতে ১০ তলা বানাতে পারবেন না রাজউকের নিয়মানুযায়ী ।
কারন একটা ভবন বানানোর সময় বিল্ডিং এর চারপাশে কিছু জায়গা ছেড়ে দিয়ে তারপর ডিজাইন করতে হয় । সেটাকে (Setback) সেটব্যাক বলে ।
আমরা শুধুমাত্র ফার নিয়ে আলোচনা করবো ।
FAR জানার সুবিধাঃ
১. FAR জানা এক জন সিভিল ইঞ্জিনিয়ারিং খুব দরকার।
২. বাড়ি কত তলা করতে পারবেন সেটা নিজেই হিসাব করতে পারবেন অংক করে ।
FAR এর হিসাব করবেন যেভাবেঃ
মনে করি,
ভূমি- ৬ কাঠা,
রোড- ২০ ফুট,
FAR- ৩.৫
Maximum Build Area (M.B.A) = Land x Far
= 6 katha x 3.5 (far 3.5)
= 6720) x3.5 (1 katha=720square ft)
= 4320×3.5
=15120 Sqft
Maximum Ground Coverage (M.G.C)- 62.5%
= 6 katha x 62.5%
= (6x 720) x 62.5%
= 2700 Sqft.
Number of Floor (N.O.F) =Maximum Build Area (M.B.A) / Maximum Ground Coverage (MGC)
= 15120 / 2700
= 5.6 Floor
Total Floor = Ground floor + 5.6 floor
= 1+ 5.6 floor
= 6.6 floor ( ৬ তলা বাড়ি এবং চিলেকোঠা) ।
এই হিসাবে প্রায় সাত তলা করতে পারবেন।
Comments
Post a Comment