Floor Area Ratio (FAR) কিভাবে বের করবেন ?

 Floor Area Ratio (FAR) কিভাবে বের করবেন ? 


এখুনি হিসাবটা শিখে নিন .আমরা যারা ইঞ্জিনিয়ারিং  তাদের FAR জানা  দরকার ।

ধরুন, আপনার 6 কাঠা জমি রয়েছে। ভেবে রেখেছেন 8-10 তলা উঁচু বাড়ি বানাবেন । 

কিন্তু আপনি জানেন কি ?

আপনি চাইলেও 6 কাঠা জমিতে ১০ তলা বানাতে পারবেন না রাজউকের নিয়মানুযায়ী ।

 কারন একটা ভবন বানানোর সময় বিল্ডিং এর চারপাশে কিছু জায়গা ছেড়ে দিয়ে তারপর ডিজাইন করতে হয় । সেটাকে (Setback) সেটব্যাক বলে । 

আমরা শুধুমাত্র ফার নিয়ে আলোচনা করবো ।

FAR জানার সুবিধাঃ

১. FAR জানা এক জন সিভিল ইঞ্জিনিয়ারিং খুব দরকার।

২. বাড়ি কত তলা করতে পারবেন সেটা নিজেই হিসাব করতে পারবেন অংক করে ।

FAR এর হিসাব করবেন যেভাবেঃ

মনে করি,

ভূমি- ৬ কাঠা,

রোড- ২০ ফুট,

FAR- ৩.৫

Maximum Build Area (M.B.A) = Land x Far

= 6 katha x 3.5 (far 3.5)

= 6720) x3.5 (1 katha=720square ft)

= 4320×3.5

=15120 Sqft

Maximum Ground Coverage (M.G.C)- 62.5%

= 6 katha x 62.5%

= (6x 720) x 62.5%

= 2700 Sqft.

Number of Floor (N.O.F) =Maximum Build Area (M.B.A) / Maximum Ground Coverage (MGC)

= 15120 / 2700

= 5.6 Floor

Total Floor = Ground floor + 5.6 floor

= 1+ 5.6 floor

= 6.6 floor ( ৬ তলা বাড়ি এবং চিলেকোঠা) ।

এই হিসাবে প্রায় সাত তলা  করতে পারবেন।




Comments

Popular posts from this blog

Live Load Calculation Bangladesh National Building Code (BNBC) 2020

Description of Seismic Zones of Bangladesh as per BNBC 2020:

Using the 3-4-5 Method of Building Layout